প্রকাশিত: Wed, Mar 29, 2023 5:52 AM
আপডেট: Sat, May 10, 2025 4:14 PM

বাবার খোঁজ করলেন প্রিন্স হ্যারি, তাকে বলা হল রাজা চার্লস ব্যস্ত

রাশিদুল ইসলাম: রাজপ্রাসাদ ছেড়ে স্ত্রী মেগান মার্কেলকে নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাসের পরিণতি কঠিনভাবে উপলব্ধি করতে হচ্ছে প্রিন্স হ্যারিকে। ব্রিটেনে ফিরেছেন আদালতে মামলার শুনানিতে হাজিরা দিতে। দেশে ফিরে প্রিন্স হ্যারি খোঁজ করলেন তার বাবা কিং চার্লসের। বাকিংহাম রাজপ্রাসাদ থেকে যুবরাজকে বলে দেওয়া হয়েছে রাজা ব্যস্ত। ডেইলি মেইল

কিং চার্লস তার ফ্রান্স সফর বাতিল করেছেন। কারণ প্যারিসে পেনশন সংস্কারে ব্যাপক বিক্ষোভ হচ্ছে এবং পরিস্থিতি অস্বাভাবিক হয়ে উঠেছে। তবে রাজা এখন ব্যস্ত জার্মানিতে রাষ্ট্রীয় সফরে যাওয়ার সময়সূচি নিয়ে। তাই ছোট ছেলে দেশে ফিরে এলেও তার সঙ্গে সাক্ষাতের সময় মেলেনি তার। অর্থাৎ এ যাত্রা প্রিন্স হ্যারির বাবার সঙ্গে দেখা করার কোনো সুযোগ নেই। 

অন্যদিকে, বড় ভাই প্রিন্স উইলিয়ামের সঙ্গে বিশাল দূরত্ব তৈরি হয়ে আছে। স্পেয়ার নামে বইতে প্রিন্স হ্যারি তার শৈশবের বর্ণনা দিতে গিয়ে বলেছেন, তাকে কীভাবে মারধর করতেন বড় ভাই, প্রিন্স অব ওয়েলস। 

প্রিন্স অফ ওয়েলস পরিবার থেকে দূরে রয়েছেন কারণ তার সন্তানরা ইতিমধ্যে ইস্টারের ছুটি কাটাতে ব্যস্ত। তারা উইন্ডসরের রাজকীয় এস্টেটের অ্যাডিলেড কটেজে থাকেন। এই কটেজের পাশেই পাঁচ বেডরুমের বাড়িটি হ্যারির। তাকে অবশ্য আগামী জুনের মধ্যে বাড়িটি ছেড়ে দেওয়ার নোটিশ দেওয়া হয়েছে। তবে হ্যারি ব্রিটেনে এসে সেই বাড়িতে উঠেছেন কি না জানা যায়নি। সম্পাদনা: সালেহ্ বিপ্লব